ওয়ানডেতে কম বলে ৩০০০ রানের মাইলফলক ছুঁলেন অষ্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল ওল্ড ট্রাফোর্ড মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচজয়ী পথেই এই বিশাল রেকর্ড করে নিলেন এই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
মাত্র ১১৩ ম্যাচে ১০৩ ইনিংস খেলেই ৩০০০ রানের মাইলফলক ছুলেন গ্লেন ম্যাক্সওয়েল। অনেকে বলতে আপত্তি তুলতে পারেন এই তথ্যটির ব্যাপারে, বলতে পারেন হাশিম আমলা ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মাত্র ৫৭ ম্যাচ খেলে।
হ্যাঁ ইনিংস হিসেব করলে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাই দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সে হিসেবে ম্যাক্সওয়েল আছেন ৯০ নম্বরে কিন্তু অজি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম এই রান করেছেন বলের হিসেবে। ‘বিগ শো’ ম্যাক্সওয়েলকে ৩ হাজার রান করতে সবচেয়ে কম বল লেগেছে।
ম্যাক্সওয়েল ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২৪৪০ বলে। এর আগে ৩ হাজার রানের রেকর্ড করেছিলেন ইংল্যান্ড ক্রিকেটার জস বাটলার। ইংল্যান্ডের ওইকেট কিপার জস বাটলারকে ৩ হাজার রান করতে খেলতে হয়েছে ২৫৩২ বল। কিন্তু ম্যাক্সওয়েল বাটলারের চেয়ে ৯২ বল কম খেলেই সেই রেকর্ড করে দেখান।
ওয়ানডে ক্রিকেটের বয়স ৪৯ বছর। এই ৪৯ বছরের ইতিহাসে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ১৫৭ ব্যাটসম্যান। ১৫৭ জনের মধ্যে মাত্র ৬ জনের ষ্ট্রাইকরেট ছিলো ১০০ এই মাইলফলক ছুবার সময়। এছাড়া অষ্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, ইংল্যান্ডের বাটলার ছাড়াও ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের কপিল দেব এবং ইংল্যান্ডের জনি বেয়রষ্টো।
বল | দল | ব্যাটসম্যান |
২৪৪০ | অষ্ট্রেলিয়া | গ্লেন ম্যাক্সওয়েল |
২৫৩২ | ইংল্যান্ড | জস বাটলার |
২৮২৪ | ইংল্যান্ড | জেসন রয় |
২৮৪২ | ইংল্যান্ড | জনি বেয়রষ্টো |
২৯৫৭ | ভারত | কপিল দেব |