করোনাভাইরাসের বিরতির কারণে পাল্টে গেছে অনেক কিছু। আলিসনকে ফিরে পেয়েছেন কোচ তিতে। বিশ্বকাপ বাছাইপর্বে পিছিয়ে যাওয়ার কারণে প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে দুই ম্যাচের জন্য পেয়েছেন ব্রাজিলের কোচ তিতে। অন্যদিকে রিয়াল মদ্রিদের হয়ে লা-লিগার শেষ দিকে শিরোপা জয়ের জন্য ভূমিকা রাখায় পুরষ্কার স্বরুক ডাক পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো।
কাতার বিশ্বকাপ ২০২২ সালে নিজেদের বাছাইপর্বে আগামী মাসে প্রথম দুই ম্যাচে পেরু ও বলিভিয়া বিপক্ষে পাচঁ বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। বাছাইপর্বের শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ তিতে।
ঘরের মাঠে বলেভিয়ার বিপক্ষে খেলবে আগামী ৮ অক্টোবর এর পাচঁ দিন পর খেলবে পেরুর মাঠে।
গত মার্চ মাসে ম্যাচ দুটি হওয়ার কথা ছিলো প্রাথমিক সূচি অনুযায়ী। কিন্তু বিশ্বে ছড়িয়ে পরা মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয় দুই দফার সূচি। অবশেষে ফিফা থেকে গত বৃহস্পতিবার জানানো হয়, অক্টোবরে মাঠে গড়াবে পরবর্তিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার দুই দল। ফিফার পক্ষ থেকে এই খবর পাবার পর নতুন দল ঘোষণা করেন ব্রাজিল। আলিসনকে পেত না ব্রাজিল যদি গত মার্চ মাসে খেলা হতো। গত মার্চ মাসে দল ঘোষণার সময় দলে ছিলেন না রদ্রিগও।