বলবীর সিং (সিনিয়র) প্রবাদপ্রতিম প্রয়াত হলেন হকি তারকা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দু’ সপ্তাহ আগে। একাধিক সময় ধরে তিনি একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। দু’ সপ্তাহ পর তাঁর মৃত্যু হয়েছে সোমবার সকাল ছয়টার দিকে, তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ডিরেক্টর মোহালির ফটিস জানিয়েছেন, সোমবার ভোরেই বলরীর সিংয়ের মৃত্যু হয়েছে। পৃথিবীতে রেখে গিয়েছেন, তাঁর এক মেয়ে এবং তিন ছেলেকে। সপ্তাহ খানেক আগে থেকে বলবীর সিং শরীরে প্রচন্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়ায় ভুগেছিলেন। জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলবীর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিলো। তিনি সেমি কোমাটেজ অবস্থায় ছিলেন ১৮ মে থেকে। তারপরেই তার মৃত্যু হয়।
অলিম্পিক কমিটির সেরা ১৬ লেজেন্ডের তালীকায় ছিলেন বলবীর সিং। বলবীর সিং একমাত্র ভারতের প্রতিনিধি জিনি জায়গা করে নিয়েছিলেন অলিম্পিকে। তিনি ছিলেন এক বিস্ময় অলিম্পিকের ইতিহাসে। তিনিই তৈরি করেছিলেন অলিম্পিকের পুরুষদের হকির ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনিই একমাত্র খেলোয়ার যার রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।