করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে পবিত্র ওমরাহ। অবশেষে চার শর্তে চালু হতে চলছে ইসলামের এই ইবাদাত পবিত্র উমরাহ।
গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, পবিত্র ওমরাহ পালনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চার শর্তে খুলে দেওয়া হবে মসজিদুল হারাম এবং রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারত করার জন্য মসজিদে নববী।
সৌদি নাগরিক বসবাসরত সৌদির অভ্যন্তরে এবং বিদেশিরা দ্বিতীয় ধাপে আগামী ৪ অক্টোবর ওমরাহ পালন করতে পারবে। দৈনিক সর্ব্বোচ্চ ৬ হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবে।
সৌদির অভ্যন্তরীন বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশি নাগরিকদের পবিত্র উমরাহ পালনের দিবতীয় ধাপে অনুমতি দেওয়া হবে ১৮ অক্টোবর থেকে। তবে ৭৫ ভাগ হবে তা ধারণ ক্ষমতা।
তথ্যসূত্রে আরো জানা যায়, আগামী পহেলা নভেম্বর থেকে সৌদি অভ্যন্তরনি, সৌদির বাইরে নাগরিক এবং বিদেশিরা পবিত্র ওমরাহ পালন করতে পারবে সাস্থ্যবিধি মেনে । যার ধারণ ক্ষমতা শতভাগ।
চতুর্থ ধাপ শুরু হবে যখন ঘোষণা দেওয়া হবে, ‘করোনার বিপদ শেষ হয়েছে’। তবে সময়ের সাথে স্বাভাবিক ভাবেই সব দেশের মুসলমানরা পবিত্র ওমরাহ পারন করতে পারবে।