বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রিমিয়ায় ক্যাটাগরির দুটি ল্যাপটপ আনছে হুয়াওয়ে, যেটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। চলতি মাসেই আসবে বলে জানা যায়। ল্যাপটপ দুটি হলো হুয়াওয়ে মেটবুক-১৩ এবং হুয়াওয়ে ডি-১৫। ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ টেন।
ডিসপ্লে হিসেবে হুয়াওয়ে মেটবুক-১৩ তে থাকছে ১৩ ইঞ্চি ফুলভিউ সাথে মাল্টিটাচ স্ক্রিন। এতে রেজ্যুলেশন ব্যবহার করা হয়েছে ২কে।
ল্যাপটপটিতে আরো ব্যবহার করা হয়েছে কোর আই ফাইভ সিপিউ যেটি ১০ জেনারেশন, রয়েছে ১৬ জিবি র্যাম। স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ৫১২ জিবি।
অন্যদিকে হুয়াওয়ে মেটবুক-১৫ ল্যাপটপটির ওজন হিসেব করলে দাড়ায় ১.৫ কেজি ভারি এবং ১৬.৮ মিলিমিটাার পাতলা। এই ল্যাপটপটিতে রয়েছে তাড়াতাড়ি চার্জ করার পদ্ধতি এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন।
মেটবুক ডি-১৫ ল্যাপটিতে র্যাম রয়েছে ৮ জিবি ডিডিআর ফোর, রয়েছে ১ টেরাবাইট ও ২৫৬ জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এ.এম.ডি-৫ রাইজেন ৩,৫০০ ইউ মডেলের প্রসেসর।
তবে ল্যাপটপের দাম কতো হবে সে বিষয়ে এখনো জানা যায় নি। আরা বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে প্রি-বুক ঘোষণার সময় পর্যন্ত।
The Review
PROS
- ডিসপ্লে
- গেইম
- ইউটুবিং