মুফতি শাখাওয়াত হোসাইন রাজি এর সভাপতিত্বে আয়োজিত হওয়ার কথা ছিলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সিরাত কনফারেন্স। কিন্তু রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সিরাত কনফারেন্স প্রসাশন কতৃর্ক বাধা দেয়ার পর, বায়তুল মোকাররম মসজিদ এর সামনে এসে প্রতিবাদ করেন হেফাজত ইসলাম। সেখানে বক্তব্য রাখেন মাওলামা মামুনুল হক।
মামুনুল হক বলেন, কার এই দু সাহস যে আল্লাহর রাসুল সা. এর জীবনি আলোচনায় বাধা দেয়। যারা ইসলামি মজলিসগুলোকে বাধা দিচ্ছে তারা রাসুল সা. এর দুষমন। দেশের প্রসাশনে বসে তারা এই দ্বিনী মজলিসগুলিকে বাধা দিচ্ছে, তারা সরকার এবং বাংলাদেশের দুষমন তাদের পরিনাম কি হয় জানা নেয়।
তিনি আরো বলেন, আমরা ধৈর্য ধারণ করছি আমরা কোন সংঘাতে জড়াতে চায় না। আমরা চাই শান্তি ভাবে আমাদের কথাগুলো জাতির কাছে তুলে ধরতে চায়। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ প্রতিটি কার্যকলাপকে বাধা দেয়ার চেষ্টা করা হয় তাহলে রাজপথে প্রতিবাদের যে আগুন ঝড়বে, সেই আগুন নেভাবার ক্ষমতা প্রসাশনের কাছে থাকবে না।
সরকারকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ক্ষমতায় বসে দেশ বিরোধী শক্তি সরকারকে জনগণের মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। তারা চায় সরকার যেনো ইসলামের বিরুদ্ধে যেতে। যদি সরকার ইসলামের বিরুদ্ধে দাড়ায় তাহলে পতন হবে সরকারের এবং দেশ যে ভয়াবহ পরিনামের সম্মুখীন হবে তার দায় ভার সরকারকেেই নিতে হবে।