গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের ডেকেছে ইউজিসি

ইউজিসি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি ও সাধারণ ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী ১৪ জানুয়ারি কমিশনের সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের একটি সভা অনুষ্ঠিত হবে। চিঠিতে সভার বিষয়টিই জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি সকাল ১১টায় কমিশন ভবনের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভায় আসন্ন শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান মত বিনিময় করবেন।

এতে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য সভায় উপস্থিত থাকবেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খানকেও এতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন