ব্যস্ত আবাসিক এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার লোকালয়ে আছড়ে পড়ে বিমানটি।
বিবিসির বরাতে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি-৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ঘণবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই সেখানে থাকেন এবং অধিকাংশ বাড়িঘরই অস্থায়ী।
বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন— তা এখনও জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে গেছে। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। অল্পসময়ে আগুন নিয়ন্ত্রনে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
We’re on scene of a small plane crash at a mobile home park south of Clearwater Mall. Multiple mobile homes have caught fire. Firefighters from multiple jurisdictions are on scene. pic.twitter.com/1vBLnTnY8R
— Clearwater Fire & Rescue Department (@clearwaterfire) February 2, 2024