ভিসা প্রতারণা চক্রের ৫ দালাল গ্রেপ্তার 

ভিসা

অনলাইনে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামসহ চক্রটির এ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইনে ভিসা প্রতারণা ও থাই গেমের রমরমা বাণিজ্য করে আসছে বলে জানা গেছে। এছাড়া এ চক্রটির ফাঁদে পড়ে অনেক প্রবাসী নিঃস্ব হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ ফোর্স এ চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। সদর ইউনিয়নের চেংমারী ব্রিজ এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইনে ভিসা প্রতারণা করাসহ থাই গেমের রমরমা ব্যবসা করছে। বিভিন্ন কৌশলে প্রতারণা করে প্রবাসীদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। তাদের ফাঁদে পড়ে অনেক প্রবাসী নিঃস্ব হয়ে পড়ছে। চক্রের কাছ থেকে থাই গেমের ব্যবহৃত জুয়া সরঞ্জাম, ভিসা সরঞ্জাম, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি বাংলাদেশি প্রবাসীদের সাথে প্রতারণা করে আসছে। প্রতারণার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন-২৩ ধারায় মামলা করা হয়েছে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন