বাংলাদেশের রাস্তায় বিদেশি টিকটকারের পাগলামি

বাংলাদেশের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। যেখানেই গেছেন, সেখানেই তৈরি করছেন মজার মজার সব কনটেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে “নোয়েলগোজক্রেজি” নামে নোয়েল রবিনসন পরিচিতি। জার্মান এই টিকটকার ও নৃত্যশিল্পীকে কখনো মরুর বুকে, কখনো বা ফুটবল মাঠে, আবার কখনো চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা যায়। তার এই পায়ের জাদুতে তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের।

ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণেরা অবাকও হয়েছেন। ঢাকায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছেন। নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে, তিনি নেচেছেন পথচারী, দোকানদার, কখনোবা পুলিশের সঙ্গে। এমনকি নেচেছেন “তুফান” সিনেমার “উরাধুরা” গানের সঙ্গে। নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে গুলশানের রাস্তায় মাস্টার ডি, প্রতীক হাসান ও মামজি স্ট্রেনজারের “প্রেমে দিওয়ানা” গানের তালেও নেচেছেন নোয়েল।

তরুণ এই টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েলের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বিস্ময় জাগানোর মতো। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি এবং ফেসবুকে এই নৃত্যশিল্পীর অনুসারী ১৪ লাখের বেশি। নিজের কনটেন্ট তৈরি করতেই বিশ্বভ্রমণে বের হয়েছেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে এসেছেন।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন