নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে মুশফিকুর রহিম স্পট ফিক্সিং করেছেন বলে খবর হয়েছিল একটি গণমাধ্যমে। বিষয়টি ভালোভাবে নেননি টাইগার উইকেটকিপার। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনায় সংশ্লিষ্ট প্রতিবেদক, প্রতিষ্ঠানের দুই কর্তা ব্যক্তি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
শনিবার (৯ ডিসেম্বর) মুশফিকুর রহিমের পক্ষে নোটিশটি পাঠান তার আইনজীবী শিহাব উদ্দীন খান।
কিউইদের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট করতে গিয়ে একটি ডেলিভারি হাতে আটকে দিয়েছিলেন মুশফিক। আবেদনের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাকে আউট দেখান আম্পায়ার। এ ঘটনার প্রেক্ষিতেই মূলত তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েন তারা। এবার আইনি নোটিশও পেল প্রতিষ্ঠানটি।
আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করে তার দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কালিমা লেপন করা হয়েছে এবং তার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। প্রতিবেদনটি এমন সময়ে করা হয়েছে যখন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলমান। ওই প্রতিবেদনের কারণে মুশফিকুর রহিমের পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন।
মুশফিকুর রহিমের পরিশ্রম ও ঘামে অর্জিত সুনাম এমন দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদনের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। উক্ত প্রতিবেদনের কারণে তার অপূরণীয় সুনামহানি হওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অফ নিউজ, ক্রীড়া সম্পাদক ও প্রতিবেদকের কাছে কিছু বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রতিবেদনটি সরিয়ে ফেলা ও ক্ষমা প্রার্থনাসহ বেশ কয়েকটি বিষয়ে নিষ্পত্তি চাওয়া হয়েছে।