মরুভূমির এ বৃদ্ধ চেনেন না মোবাইল ফোনও

বৃদ্ধ

মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে ধনী ও উন্নত দেশ সৌদি আরব। দেশটির বাসিন্দারা আধুনিক বিশ্বের সকল সুযোগ-সুবিধাই ভোগ করে থাকেন। তবে এরমধ্যেও রয়েছে ব্যতিক্রম। তাদেরই একজন হলেন মাজিদ আল সাইবানি। যিনি দীর্ঘ ৬৫ বছর ধরে বাস করছেন মক্কা ও মদিনার মধ্যবর্তী অঞ্চল ‘আফিফ’ মরুভূমিতে।

সেখানে একাকী বাস করেন তিনি। মাজিদ আধুনিক বিশ্ব থেকে এতটাই দূরে যে— মোবাইল ফোনও চেনেন না। যেখানে এখন তরুণ-বৃদ্ধ সবার হাতেই আছে যোগাযোগের এ ছোট যন্ত্র। সৌদির টিভি চ্যানেল আল এখবারিয়া তুলে এনেছে তার গল্প। চ্যানেলটির তথ্য অনুযায়ী, রাজধানী রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরের মরুভূমিতে থাকেন তিনি।

আফিফের মধ্য দিয়ে যে পাকা রাস্তা রয়েছে সেটি থেকে ৩০ কিলোমিটার দূরে তার বাড়ি। কোনো চাকচিক্য বা চোখ ধাধানো বাড়ি নেই তার। কাপড় দিয়ে তৈরি তাঁবুতেই থাকেন তিনি। আল এখবারিয়া টিভিকে বৃদ্ধ মাজিদ বলেছেন, ‘১০০ বছর আগে আমার বাবা আমাদের এখানে নিয়ে আসেন। এরপর থেকে এখানেই আছি আমরা।’

এক সময় বাবা-মা এবং চার ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তারা সবাই ইতিমধ্যে মারা গেছেন। এছাড়া তিনি বিয়েও করেননি। ফলে মরুভূমিতে একাকী জীবনই কাটাতে হচ্ছে তাকে। টিভি চ্যানেলটি জানিয়েছে, মাজিদ ওই মরুভূমিতেই জন্ম নিয়েছিলেন এবং সেখানেই বড় হয়েছেন। কঠিন মরুভূমিতে যে তিনি সংগ্রামী জীবন-যাপন করেন, সেটি তার শারীরিক গঠন ও চেহারাতে স্পষ্ট।

মাজিদ জানিয়েছেন, তিনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু অর্থাভাবে সেটি হয়নি। কিন্তু এখন একাকী মনে হয় নিজেকে। তাই কথা বলার মতো একজন সঙ্গী চান।

টিভি চ্যানেলটির সাংবাদিক যখন মাজিদের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তার নজর ছিল— সাংবাদিকের মোবাইল ফোনের দিকে। বৃদ্ধ মাজিদ জানিয়েছেন, মোবাইল ফোন সম্পর্ক তার ধারণা নেই এবং জানেনও না এটি কিভাবে ব্যবহার করতে হয়। ওই সাংবাদিক যখন মোবাইলে তার ছবি তোলেন তখন বিষয়টি খুব উপভোগ করেন মাজিদ।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন