স্কুটারে চড়ে আকাশে উড়ছেন যুবক, এও সম্ভব!

আকাশে

দুঃসাহসিক আকাশ ভ্রমণের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ভারতের হিমাচল প্রদেশের এক প্যারাগ্লাইডার। স্কুটারে চড়ে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে আকাশ ভ্রমণ করেছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদন মতে, বন্দলা ধর হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান। প্যারাগ্লাইডিংয়ের জন্য জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এটি তৃতীয় স্থানে রয়েছে।

এখানেই প্যারাগ্লাইডিং করেন হর্ষ নামের এক ব্যক্তি। তবে গত বৃহস্পতিবার এর সঙ্গে তিনি এক নতুন মাত্রা যোগ করেন। এদিন বৈদ্যুতিক দুই চাকার স্কুটার নিয়ে প্যারাগ্লাইডিং করেন হর্ষ। এমন অদ্ভুত কাণ্ডের দৃশ্য দেখে উৎসুক মানুষজন তাদের মুঠোফোন দিয়ে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপর রাতারাতিই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, হর্ষ প্যারাসুট নিয়ে আকাশে পৌছানোর পর ভার কমানোর জন্য স্কুটারের ব্যাটারী খুলে ফেলেন। সফলভাবে এমন দুঃসাহসিক কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পরে এক সাক্ষাৎকারে বিষয়টি বেশ গর্বের সঙ্গে তিনি বলেন, তিনিই প্রথম জীবন বাজি রেখে স্কুটারে বসে আকাশ ভ্রমণ করেছেন। এর আগে কেউ এমন কিছু করেছেন বলে কখনও শোনা যায়নি। এ সময় তিনি প্যারাগ্লাইডিংয়ের লুপিং, টার্নস, উইংওভারস ও ইনফিনিটি টাম্বলিং-এর মতো নানা কৌশল ও কসরত দেখান

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন