আলো ছড়িয়ে চেন্নাইয়ে রাচিন

রাচিন

২০২৪ সালের আসরকে সামনে রেখে প্রথমবারের মতো ভারতের বাইরে চলছে আইপিএলের নিলাম।  দুবাইয়ে চলছে এবারের নিলাম। মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে এবারের নিলামের জন্য। তবে মোট খেলোয়াড় কেনাবেচা হবে ৭৭ জনের স্লটে। যেখানে বিদেশীদের জন্য খালি থাকছে ৩০ জনের স্লট।

নিলামে প্রথম ক্যাটাগরিতে উঠেছে আন্তর্জাতিক অভিষেক হওয়া ব্যাটারদের। যেখানে রাইলি রুশো ছিলেন অবিক্রিত। আবার সাড়ে সাত সাত কোটি রুপিতে রাজস্থান কিনেছিল উইন্ডিজের রভম্যান পাওয়েলকে। আর তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম উঠেছে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডের। তাকে নিয়ে বেশ খানিকটা লড়াই চলে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ রুপিতে তার ঠিকানা সানরাইজার্স হায়দ্রাবাদে।

অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম উঠেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রের। ৫০ লাখ রুপির এই তারকাকে নিতে বিড শুরু করে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। পরে তাতে যোগ দেয় পাঞ্জাব কিংস।

শেষ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ রুপিতে তাকে দলে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।  নিলাম শুরুর আগে চেন্নাই সুপার কিংসের হাতে ছিল ৩১ কোটি ৪০ লক্ষ রুপি। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে থাকতে পারে ৩ বিদেশি। আর দিল্লি ক্য়াপিটালসের কাছে ছিল ২৮ কোটি ৯৫ লক্ষ রুপি। ৯ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৪ বিদেশি।

বিষয়: ক্রিকেট

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন