শুক্রবার বরিশালের জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা

হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন বিকেল ৩টায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আগামী ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে। মাজার জিয়ারতের পর জনসভা হবে। সেটাই হবে প্রথম নির্বাচনী জনসভা।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন