দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রবাসী বাংলাদেশি যুবক নাইমুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নাইমুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। ২০২২ সালে ইপিএস ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান নাইমুর। পাজুতে একটি ফ্যাক্টোরিতে কাজ করেন তিনি। নাইমুর জানান, বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, সেদিন কোম্পানির কাজ শেষ করে বাংলাদেশি এক ভাইয়ের বাসায় যান। সেখান থেকে পাজুর ঘুমচন বাজার হয়ে বাসার দিকে হেটে আসার পথে হঠাৎ অপরিচিত কোরিয়ান এক যুবক ধারালো ছুরি বের করে অতর্কিতভাবে তার মাথায় এবং নাকে আঘাত করতে থাকে। নাইমুর জানান, হামলার পর তিনি মাটিতে পড়ে যান। এরপর জীবন বাঁচাতে মাটি থেকে উঠে দৌঁড়াতে থাকেন। পরে পুলিশ এসে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়।
নাইমুরের জখমের জায়গায় অপারেশন হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে তারা। জিজ্ঞাসাবাদের পরে হামলার কারণ জানা যাবে।