অনিশ্চিত মৃত্যু /

বিয়ের আসরেই মারা গেলেন বর

বর

সুখের দিন হঠাৎই পরিণত হলো শোকে। বিয়ে উপলক্ষে যখন চারদিকে আনন্দের আমেজ বইছে, তখনই সেই আনন্দে নেমে এলো বিষাদের ছায়া। বিয়ের অনুষ্ঠানে মৃত্যু হলো বরের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডাসকা তেহসিলে এ ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে ওই বর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন।

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি সোফায় পরিবারের সঙ্গে বসে ছিলেন বর। এরপর হঠাৎ তিনি সামনের দিকে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরইমধ্যে একজন পুরুষ অতিথি তার নাড়ি পরীক্ষা করেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা বলেছেন। তারা এই মৃত্যুর সুরতহাল তদন্ত করতে রাজি নন। এ কারণে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই বরের নাম নাঈম জাঠোল। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচনো সম্ভব হয়নি।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন