ভারতীয়দের বিমান আটকে দিলো ফ্রান্স

বিমান

মানব পাচার সন্দেহে ভারতীয়দের বহনকারী একটি বিমান আটক করেছে ফ্রান্স। বৃহস্পতিবার জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করলে ৩০৩ যাত্রী বহনকারী সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারুগুয়ার রাজধানী মানাগুয়াগামী বিমানটিকে আটক করে দেশটির পুলিশ।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার কারিগরি কারণে মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভ্যাট্রিতে বিমানটি অবতরণ করে। ‘অজ্ঞাত উৎস থেকে সতর্কবার্তা’ পাওয়ার পর সেটি আর উড়তে দেয়া হয়নি। ফ্রান্সের জাতীয় অপরাধ দমন ইউনিট জুনালকো মানব পাচারের বিষয়টি তদন্তে বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, এয়ারবাস A340 উড়োজাহাজটি আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানীতে যাচ্ছিল।

বিমানবন্দরটির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পরই বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয়রা সত্যিকার অর্থে কেন নিকারাগুয়া যাচ্ছিলেন এখন সেটি তদন্ত করা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন ফ্রান্সের ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। তারা কেন একসঙ্গে এতজন নিকারাগুয়ায় যাচ্ছিলেন; সেটির কারণ জানার চেষ্টা চলছে।

 

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন