টিউবওয়েল থেকে বের হচ্ছে দুধ, অবাক কাণ্ড!

দুধ

টিউবওয়েল থেকে পানি নয় বের হচ্ছে দুধের মতো তরল। এমন বিস্ময় ঘটনা দেখে চমকে উঠেছেন ভারতের উত্তর প্রদেশের বিলারির বাসিন্দরা। সিনেমার দৃশ্যে সাধারণত এরকম ঘটনা চোখে পড়ে। কিন্তু বাস্তবে এই ঘটনা দেখে একেবারে অবাক হয়ে গেছেন সবাই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোরাদাবাদের একটি টিউবওয়েলে পানির বদলে দুধের মতো তরল বের হতে দেখেন স্থানীয়রা । তারপরেই শোরগোল পড়ে যায় এলাকায়। তবে পরে জানা যায়, এই তরল দুধ নয় বরং দূষিত পানি। দূষণের কারণেই খাবার পানির রং একেবারে দুধ সাদা হয়ে পড়েছিল বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিলারি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলেন, ‘দূষিত তরলটি দুধ নয় বরং পানি যা দূষণের কারণে সাদা হয়ে গেছে।’

যাইহোক, পাম্প থেকে বের হওয়া তরলটি প্রাথমিকভাবে সাদা বলে দুধ বলে মনে করা হয়েছিল। চলতি বছরের নভেম্বরের শুরুতে উত্তরপ্রদেশের বিলারি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয়রাও ভিড় জমিয়েছিলেন এই কাণ্ড দেখার জন্য। তবে শেষমেশ যাতে কেউ এই তরল না পান করেন সেদিকে লক্ষ্য রাখতে বলে স্থানীয় প্রশাসন।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন