গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে পড়ছে দখলদার ইসরায়েলি সেনারা। শুধুমাত্র গত দুইদিনে (শুক্র-শনিবার) হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ১৪ ইসরায়েলি সেনা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার (২৪ ডিসেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুধুমাত্র শনিবার ৯ সেনা ও এক প্যারামিডেকি নিহত হয়েছেন।
এরমধ্যে পাঁচজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলে তাদের বহনকারী সাঁজোয়া যানের ওপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে প্রাণ হারান তারা। অপরদিকে আলাদা দুটি বোমা হামলায় গাজার মধ্যাঞ্চলে চার সেনা নিহত হন।
এর আগে শুক্রবার প্রাণ হারান আরও পাঁচ সেনা। দুইদিনে ১৪ সেনার মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ১৫৩ জনে পৌঁছেছে। ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও; ইসরায়েলি সেনাদের স্থল অভিযান শুরু হয় ২৮ অক্টোবর। সেদিন রাতে ব্যাপক বোমা হামলার গাজায় ঢুকে পড়েন হাজার হাজার সেনা।
তারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায়। এরপর যায় দক্ষিণাঞ্চলের খান ইউনিসে। ইসরায়েলিদের সন্দেহ, খান ইউনিসেই হামাসের নেতারা লুকিয়ে আছেন। গাজায় ইসরায়েলি সেনারা যেমন নিহত হচ্ছেন; তেমনই প্রাণ হারাচ্ছেন হামাসের যোদ্ধারাও। গতকাল রাফাহতে একটি গাড়ির ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই হামলায় হামাসের প্রধান অস্ত্র সরবরাহকারী প্রাণ হারিয়েছেন।
অপরদিকে তিন মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।