ওমানে বছরের প্রথম দিনেই কয়েকশ’ প্রবাসী গ্রেপ্তার

ওমান

ওমানে নতুন বছর শুরু হতেই শ্রম আইন তদারকির লক্ষ্যে অভিযানের ব্যাপকতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। দেশটির মাবেলা, আল ঘুবরা, আল আজাইবার বাংলা মার্কেট, সালালাহ, রুই, ওয়াদি কবির, হামরিয়াসহ প্রবাসী অধ্যুষিত প্রায় সব যায়গাতেই ব্যাপক তল্লাশি অভিযানের খবর পাওয়া গেছে। এসব অভিযানে নথিপত্র যাচাই বাছাই করে আইন লঙ্ঘনের দায়ে কয়েকশ প্রবাসীকে হেফাজতে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী একাধিক বাংলাদেশি জানান, এবারের অভিযানে ভিন্ন পোশাকের কর্মকর্তাদের উপস্থিতি অনেক বেশি। অনেক যায়গায় সিভিল পোশাকেও নজরদারি করতে দেখা গেছে। রাস্তাঘাটে ছিলো শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেকশন টিমের সরব উপস্থিতি।

বিভিন্ন দোকানপাট এবং প্রবাসীদের কর্মস্থলে গিয়ে প্রবাসীদের নথিপত্র যাচাই করেছেন কর্মকর্তারা। কোথাও অনিয়মের দেখা পেলেই প্রবাসীকে হেফাজতে নেয়া হচ্ছে। তল্লাশি থেকে বাদ যাচ্ছেনা প্রবাসীদের বাসাবাড়িও। শ্রম মন্ত্রণালয় পরিচালিত কয়েকটি অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে তাদের বাসা থেকেও গ্রেপ্তারের কথা জানিয়েছে টাইমস অফ ওমান। 

এর আগে অবৈধ প্রবাসী শ্রমিকদের রুখতে গঠিত নতুন যৌথ ইউনিট বছরের শুরু থেকেই অভিযানের অংশ হয়ে কাজ করবে বলে জানানো হয়েছে। ধোফার শ্রম বিভাগের মহাপরিচালক নাসের বিন সালেম আল হাদরামি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ইউনিট প্রবাসীদের গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে আনা, পাবলিক প্রসিকিউশনে নিয়ে যাওয়া এবং ভিসা বাতিলের ক্ষেত্রে বিমানবন্দরে ছেড়ে আসবে বলে জানান তিনি।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন