আজও শাহজালালে দেরিতে নামলো ৭ ফ্লাইট

শাহজালাল

ঘন কুয়াশা আর হিম বাতাসে কাঁপছে পুরো দেশ। প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। কুয়াশার কারণে টানা চতুর্থ দিনের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে বুধবার ভোর পর্যন্ত অন্তত সাতটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে দেরি করে।

এরমধ্যে- জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ায় সোমবার রাত ১২টার পর ৮ ঘণ্টায় ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ডায়ভার্ট হয়ে চলে যায় সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে। পরে মঙ্গলবার সকাল ৯টার পর বিমানগুলো শাহজালালে ফিরে আসে

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন