একটি সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান। উড়ছেনা, নরছেওনা। দৃশ্যটি মোটেই কোনো সিনেমার নয়। শুক্রবার ভারতের বিহার রাজ্যের মোতিহারি এলাকার ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটেছে। ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহনের মাঝে বেমানান এই বিমান দেখতে মানুষের ভিড় জমে যায়। তীব্র যানজটও তৈরি হয়েছিল ওই এলাকায়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরে বিমানটিকে রাস্তা থেকে সরানো গেছে।
এনডিটিভি জানায়, ওই বিমানটি সড়কপথে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি লরির লম্বা পাটাতনের ওপর বিমানটি রাখা হয়। মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। ফলে গোটা রাস্তায় তৈরি হয় যানজট। সেতুর নিচে আটকে বিমানের ক্ষতিও কম হয়নি। বিভিন্ন অংশ ভেঙেচুরে গেছে। এক পর্যায়ে লরির চালক ও উপস্থিত লোকজনের সহায়তায় বিমানটিকে সরিয়ে রাস্তা যানজটমুক্ত করা হয়।
ভারতে সড়কপথে বিমানের আটকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের নভেম্বরে অন্ধ্র প্রদেশের বাপাতলা জেলায় আন্ডারপাসের নীচে আটকে পড়েছিল আরও একটি বিমান। সেটিও সড়কপথে ট্রাকে করে কোচি থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল।