বুধবার সকালে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি থেকে ঢাকায় ফেরেন হুসনে আরা নামে মানসিক ভারসাম্যহীন এক নারী। অবতরনের পর তিনি তার পরিবারের ব্যাপারে বা নিজের বাসস্থানের ঠিকানার ব্যাপারে কিছু বলতে পারছিলেন না। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন তার পরিবারকে খুঁজে বের করে। বৃহস্পতিবার সকালে ব্র্যাকের সহযোগিতায় পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৩ সালের ১৭ এপ্রিল সৌদি আরবে গৃহর্মীর কাজ করার জন্য বাংলাদেশ ছেড়ে যান হুসনে আরা। বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঢাকায় অবতরন করেন তিনি। বিমানবন্দরে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নারী সদস্যরা তার সহযোগিতায় এগিয়ে আসে। পরিবারের ঠিকানা জানতে চাইলে তিনি কিছুই বলতে পারছিলেন না। মানসিক ভাবে অসুস্থ থাকায় এসময় ব্র্যাকের মাইগ্রেশন প্রজেক্টের সহযোগিতা নেয় এয়ারপোর্ট এপিবিএন, পাশাপাশি হুসনে আরার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগেরও চেষ্টা করা হচ্ছিলো।
একপর্যায়ে পরিবার থেকে যোগাযোগ করে জানানো হয়, হুসনে আরার দেশে ফেরার বিষয়ে তারা কিছুই জানতেন না। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে তার মামা ঢাকায় আসেন। তিনি জানান, সৌদি যাওয়ার পর গত ২ মাস তার সাথে পরিবারের যোগাযোগ ছিল না। পরে সন্ধান পেয়ে এপিবিএন এবং ব্র্যাকের কর্মকর্তাদের কাছ থেকে হুসনে আরাকে বুঝে নেন তিনি।