ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কুয়েতের সতর্কতা, পণ্য আমদানিতে কড়াকড়ি

কুয়েত

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি দেশ থেকে সব ধরনের পাখির মাংস ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে কুয়েত। যুক্তরাষ্ট্রের ১২ টি অঙ্গরাজ্যে এবং ফ্রান্সে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করে কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

দেশটির পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের সুপ্রিম কমিটির ফুড সেফটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার আদেল আল-সুওয়াইত এই সুপারিশ করেন। কোনো দেশের নাম উল্লেখ না করলেও ওই সব দেশ থেকে সব ধরনের তাজা, ঠাণ্ডা, হিমায়িত এবং প্রক্রিয়াজাত পাখির মাংস এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সুপারিশ করা হয়েছে।

এদিকে গেল সপ্তায় কুয়েতে করোনার ওমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে । এজন্য দেশটিতে অবস্থানরত সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কুয়েতি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন