ওমানে ৩ দিনের বড় ছুটি পাচ্ছেন প্রবাসীরা

ওমান

১১ জানুয়ারী থেকে বড় এক ছুটি পেতে যাচ্ছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ ১১ জানুয়ারিকে সরকারি ছুটি হিসেবে গণ্য হয়। এবার দিনটি বৃহস্পতিবার হওয়ায় সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা টানা ৩ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন। আগামী ১১ জানুয়ারী সুলতানের শাসন ক্ষমতা নেয়ার ৪ বছর পূর্ণ হবে।

এর আগে ১১ জানুয়ারি দিনটি সরকারী ছুটি ঘোষণা করে এই সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারি করেছিলেন ওমানের সুলতান। রাজকীয় ফরমান ৮৮/২০২২ এ বলা হয়, ১৮ এবং ১৯ নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে সরকারী ছুটির দিন হিসেবে গণ্য হবে এবং বছরের ১১ জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দিন হিসেবে এই দিনেও সরকারি ছুটি থাকবে। ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ অবশ্য করাতে পারবেন, সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

২০২০ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নতুন সুলতান হিসেবে শপথ নেন তখনকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল-সাঈদ। হাইথাম বিন তারিক ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক মনোনীত হন। ওমানের সুলতান একই সঙ্গে প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার এবং প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। 

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন