নিয়োগপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

মন্ত্রণালয়

সম্প্রতি একটি প্রতারক চক্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে ভুয়া একটি নিয়োগপত্রও সংযুক্ত করা হয়। এতে দেখা গেছে, ভুয়া নিয়োগপত্রে মোসা. মরিয়ম নামে একজনকে মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১৬তম গ্রেডে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভুয়া ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. গোলাম জাকারিয়ার স্বাক্ষর নকল করা হয়।

এ বিষয়ে গোলাম জাকারিয়া বলেন, এমন একটি ভুয়া নিয়োগপত্র পাওয়া গেছে। তাই আমাদের ওয়েবসাইটে এ নিয়ে একটি সতর্কবার্তা দিয়ে দিতে বলেছি। ভুয়া এই নিয়োগে অনেক অসংগতিও আছে। যাকে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে, তার বোন আমাকে কল দিয়েছিলেন। আমরা ক্রস চেক করে তাকে বলেছি এই নিয়োগপত্র ভুয়া।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন