মায়ের মৃত্যুর খবর সইতে না পেরে মো. রেজাউল করিম নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরের সৈয়দবাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ৫ মাস আগে ওমান থেকে ফিরেছেন রেজাউল। বিদেশ থেকে দেশে আসার মাসখানেক পর মারা যান তার বাবা আবুল হাশেম। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর পরই চলে যান মা লায়লা বেগমও। মায়ের মৃত্যুর এই শোক কাটিয়ে উঠতে না পেরে মারা গেলেন রেজাউলও।
ওমান প্রবাসী রেজাউলের স্বজনরা জানান, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মাকে বুধবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যু হয়েছে এমন খবর পান রেজাউল। তৎক্ষণাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাৎক্ষনিক রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পৌঁছাতেই চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জানান, রেজাউলের দুই কন্যাসন্তান আছে। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে মা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়।