দুবাইয়ে ক্রেন ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারখানায় কর্মস্থলে ক্রেন ছিঁড়ে জাকারিয়া আহমেদ পাভেল নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার কর্মস্থলে পণ্য ছিড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুবাইয়ের মিনা জেবল আলীর সিএসইসি স্টিল ইন্ডাস্ট্রিতে স্টিল ফিক্সার হিসেবে কাজ করতেন পাভেল।

নিহতের স্বজন শেখ বদরুল ইসলাম জানান, দু’বছর আগে দুবাই যান। শুক্রবার সকাল ১০ টায় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ক্রেনে করে পরিবহনকৃত স্টিল বার দড়ি ছিড়ে তার ওপর পড়লে পা ও শরীর থেঁতলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারে তার বাবা-মা, দুই ভাই এবং দুই বোন আছেন। তিনি ছিলেন বাবা মা’র চতুর্থ সন্তান। মৃত্যুর খবরে পরিবারে শোঁকের ছায়া নেমে আসে। এখন তার লাশ দেইরা দুবাইয়ের সরকারি হিমঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন