শুক্রবার মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের সিটি কাউন্সিল বাস টার্মিনালে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ২২০ প্রবাসীকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সাধারণত এ ধরনের অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে শুক্রবারের অভিযানের জন্য ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
কিন্তু হঠাৎ কেন ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন- তার কারণ জানালেন পুলিশের হাতে আটক হওয়া বাংলাদেশি মোস্তফা। ৩০ বছর বয়সী এ বাংলাদেশি জানান, তার মতো অনেকেরই ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ প্রায় শেষের দিকে। এখন পুলিশ তাদেরকে আটক করায় তাদের বৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।
বিষয়টি ইমিগ্রেশন পুলিশকেও বলেছেন মোস্তফা। আটক অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইমিগ্রেশন বিভাগের উদ্দেশে মোস্তফা বলেছেন, তাদের ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামী মার্চে শেষ হতে যাচ্ছে। এজন্য তাদের চাওয়া, এই আটক অভিযানের মাধ্যমে নিয়োগকর্তাদের তলব করে ইমিগ্রেশন বিভাগ ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ করে দিবে। পুলিশের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, নিয়োগকর্তাদের অবহেলায় যদি ওয়ার্ক পারমিট নবায়ন না হয়, তাহলে এর জন্য তাদের কেন শাস্তি ভোগ করতে হবে!
বিষয়টি নিয়ে তেরেঙ্গানু স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক আজহার আবদুল হামিদ বলেছেন, মালয়েশিয়ায় বিদেশিদের বৈধভাবে প্রবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে যেসব নিয়োগকর্তা তাদের শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নে ব্যর্থ হবেন সেসব নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।