রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ

রাশিয়া

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন করছে রাশিয়া। আগে অতি দক্ষ বিদেশিরা একটানা সর্বোচ্চ পাঁচ বছর রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। এবার দেশটি এই শ্রেণির ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে রোববার নতুন আইন কার্যকর করেছে।

আরটির এক প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন আইন কার্যকর করার জন্য ২০২৩ সালে সংবিধানে সংশোধন আনে ক্রেমলিন। ওই বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর পাশ হলেও এই বছর আইনটি কার্যকর হলো।

নতুন আইন অনুযায়ী, উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন, তবে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তার স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, এমনকি দাদা-দাদিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে।

এছাড়া ব্যক্তির দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া। শর্ত হলো পরিবারের সদস্যদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে। নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায়, বিশেষ করে উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তাহলে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। আবার একই খাতে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন