ওমানে বিনিয়োগ উপযোগী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত অভিযান অব্যাহত রাখবে ইউনিফাইড ইন্সপেকশন ইউনিট। শ্রম মন্ত্রনালয়ের নেতৃত্বে গঠিত ইউনিফাইড ইন্সপেকশন ইউনিট বা যৌথ আভিযানিক দল বর্তমানে মাস্কাট, উত্তর আল বাতিনা এবং ধোফার- এই তিনটি গভর্নরেট বা প্রশাসনিক এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছে। ভবিষ্যতে এর পরিধি বেড়ে গোটা ওমানে প্রসারিত হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের শ্রম ইউনিটের সহকারী সচিব শেখ নাসর বিন আমের আল হোসনি।
সম্প্রতি টাইমস অফ ওমানের সাথে একান্ত সাক্ষাৎকারে আল হোসনি বলেছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হল এসএমই এবং বিনিয়োগকারীদের জন্য শ্রমবাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে দেয়া। তিনি বলেন, সরকার চায় শ্রম বাজারে কেবল তারাই প্রতিযোগিতা করবে যারা আইন মেনে তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় শ্রম বাজার পাকসাফ করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরাই উপকৃত হবেন।
তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই সকলে আইন মেনে ব্যবসা করছেন বা কাজ করছেন। গুটিকয়েক মানুষ হয়তো এই পরিবেশটা নষ্ট করছে। তাদেরকে বৈধতার আওতায় আনতে এই অভিযান পরিচালিত হচ্ছে। আল হোসনির মতে, আপাতত ৩ টি বড় এলাকায় ইউনিট কাজ করলেও পরে সকল এলাকায় তাদের দায়িত্ব বাড়িয়ে দেয়া হবে। সেফটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে সচিব বলেন, তারা শুধুমাত্র নিরাপত্তা সহায়তার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাহায্য করছে, বিচারিক ক্ষমতা তাদের নেই। আল হোসনির মতে, এই অভিযান বিনিয়োগকারীদের একটি ইতিবাচক বার্তা দিচ্ছে যে ওমানে বিনিয়োগ এবং ব্যবসার জন্য অত্যন্ত নিরাপদ কর্মপরিবেশ রয়েছে।