ভারতে ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় উড়োজাহাজের পাইলটকে চড় মেরে বসেছিলেন সাহিল কাটারিয়া। এমন আচরণের জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ইন্ডিগো এয়ারলাইন্স। এমনকি গ্রেফতারও করা হয় তাকে, যদিও পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন কাণ্ড সাহিল ঘটিয়েছিলেন?
জানা গেছে, রোববার হানিমুন বা মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ইন্ডিগোর ৬ই২১৭৫- ফ্লাইটে উঠেছিলেন তিনি। প্লেনে ওঠার পর জানানো হয়, ফ্লাইটটি নির্দিষ্ট সময়ের চেয়ে এক ঘণ্টা পরে উড্ডয়ন করবে। কিন্তু ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে সেটি প্রায় ১৩ ঘণ্টা দেরিতে ছাড়ে। সাহিলের অভিযোগ, উড্ডয়ন করতে কেন দেরি হচ্ছে তা সময়মতো যাত্রীদের জানানো হয়নি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীদের সামনে বিলম্ব হওয়ার কারণ জানাতে এসেছিলেন অনুপ কুমার নামের কো-পাইলট।
এদিন পাইলটের সঙ্গে বাজে ব্যবহার করায় সাহিল ও তার স্ত্রীকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সাহিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইন্ডিগো কর্তৃপক্ষ। গ্রেফতারও করা হয় যুবককে। যদিও পরবর্তী সময়ে জামিনে মুক্তি দেওয়া হয়।
তদন্ত করার পর পুলিশ দাবি করেছে, সাহিল পাঁচ মাস আগেই বিয়ে করেছে। সুতরাং সে হয়তো হানিমুনের জন্য নয় বরং ভ্রমণের উদ্দেশ্যে গোয়ায় যাচ্ছিলেন। এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, এরই মধ্যে সাহিলকে ‘বিশৃঙ্খল’ যাত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন ওই যুবককে ‘নো-ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে তারা।