জার্মানিতে গত কয়েকদিনের প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে অন্যতম বড় শহর মিউনিখ। এরই মধ্যে পূর্ব সতর্কতা হিসেবে মিউনিখ বিমানবন্দরে সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল তুষারপাতের কারণে প্রায় ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই ভাবে শহটিতে বাস ও ট্রামের পাশাপাশি কিছু ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। অসংখ্য মানুষ বিমানবন্দর ও রেলস্টেশনে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন।
মিউনিখ শহরের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিন ধরেই দেশটিতে ব্যাপক তুষারপাত হচ্ছে। এই তুষারপাতে পুরো মিউনিখ শহর ঢেকে গেছে। এমনকি বিশেষ কোনো জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে স্থানীয় পুলিশ।
কোথাও কোথাও ১৬ ইঞ্চির তুষারপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের মতে, ১৯৩৩ সালের পর এই প্রথম তুষারপাতে রেকর্ড গড়ল মিউনিখ শহর। বৈরী আবহাওয়ার জন্য ঝুঁকি এড়াতে গত শনিবার বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ফুটবল ম্যাচও সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।