ইসরাইলি গোয়েন্দা সংস্থা -মোসাদের অভিযানে সম্পৃক্ত থাকার অভিযোগে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সুপ্রিম কোর্ট তাদের আপিল প্রত্যাখ্যান করার পরই সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ইরাক থেকে অবৈধভাবে ইরানের ভূখণ্ডে প্রবেশ করার অভিযোগ আনা হয়েছিল। একই সঙ্গে অভিযুক্তরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ইস্ফাহানভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর পরিকল্পনাও করছিল বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যমটি।
ইরানের দাবি, ২০২২ সালের গ্রীষ্মে মোসাদের পক্ষে এ অপারেশনটি সংঘটিত হওয়ার কথা ছিল। তবে ইরানের গোয়েন্দাদের তৎপরতায় তা রুখে দেয়া হয়।
ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। ইসরাইল ইরানের বিরুদ্ধে জঙ্গি হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে, অন্যদিকে ইরান বলছে, ইসরাইল বেশ কিছু ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। আর ইসরাইল এ অভিযোগের কথা নিশ্চিতও করেনি আবার অস্বীকারও করেনি।