রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবির নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোণের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে সেগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সঙ্গে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা এখনো জানা যায়নি। উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত জানানো যাবে।