অডিটের নামে অর্থ আদায়, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের অডিটের না‌ম করে শিক্ষকদের কা‌ছে থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অবৈধ লেনদেনে কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অডিটের না‌ম করে লালম‌নিরহা‌টে অসহায় শিক্ষকদের কা‌ছে থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে বলা হয়েছে, এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অথবা কোনো দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন