গ্যারেজে মিলল পারমাণবিক ক্ষেপণাস্ত্র

গ্যারেজ

যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির গ্যারেজ থেকে পুরোনো একটি রকেট পাওয়া গিয়েছিল। পরে এটিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করে পুলিশ। তবে এটি নিষ্ক্রিয় ক্ষেপণাস্ত্র।

দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্থানীয় এক ব্যক্তির গ্যারেজ থেকে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, স্থানীয় এক ব্যক্তির গ্যারেজে পাওয়া পুরোনো জং ধরা রকেটটি আসলে একটি নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র। গত বুধবার ওহিওর একটি সামরিক জাদুঘর অস্বাভাবিক এক প্রস্তাবের বিষয়ে জানাতে পুলিশকে খবর দেয়। পুলিশ সম্ভাব্য ওই দাতার বাড়িতে বোম্ব স্কোয়াড পাঠায়।

প্রেস রিলিজে পুলিশ বলেছে, উদ্ধারকৃত এই ডিভাইসটি ‘আসলে একটি ডগলাস এআইআর-২ জিনি। আনগাইডেড এয়ার-টু-এয়ার এই রকেটটি ১.৫ কেটি ডব্লিউ-২৫ পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

তবে এই ক্ষেপণাস্ত্রে কোনও ওয়ারহেড যুক্ত ছিল না, এর মানে আশপাশের মানুষের জন্য এটি বিপদজনক ছিল না। বেলভিউ পুলিশ বিভাগের মুখপাত্র সেথ টাইলার বিবিসি নিউজকে বলেন, ডিভাইসটি রকেট জ্বালানির একটি গ্যাস ট্যাংক ছিল। তিনি এই ঘটনাটিকে ‘গুরুতর নয়’ বলেও অভিহিত করেছেন।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন