ক্রিকেটের সহযোগী দেশ ওমানের হয়ে পেস বোলিংয়ে ঝাণ্ডা উড়াচ্ছেন বিলাল খান। ওমানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটধারী বোলারও বিলাল। প্রথমবারের মতো খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ছয় ম্যাচে ৯ উইকেট নিয়ে আসরের শীর্ষ উইকেট সংগ্রাহকও বিলাল খান।
তবে বিলাল খান আদতে ওমানি নন। পেসারদের আতুড়ঘর পাকিস্তানের পেশোয়ারে জন্ম। বড় ভাইয়ের কাছ থেকে বোলিং শেখা বিলাল বালক বয়সে ভাইকে ছড়িয়ে যান। কিন্তু সুযোগ মেলে না পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও। ক্রিকেট ‘রাজনীতির’ শিকার হয়ে একটা সময় দেশ ছাড়তে বাধ্য হন।
সম্প্রতি জীবনের বাঁক বদল নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে কথা বলেন বিলাল। বলেন, প্রথম বিপিএল খেলতে এসেই পারফর্ম করতে পারছেন, এ কারণে খুব খুশি। নিজের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চান। এছাড়া বাংলাদেশে এসে যথেষ্ট সম্মান পাচ্ছেন বলেও জানান তিনি।
বিলাল পাকিস্তান থেকে পিয়নের চাকরি নিয়ে ওমানে আসেন। পরে ক্রিকেট খেলা শুরু করেন। আইসিসির নিয়ম মেনে ৩ বছর দেশটিতে অবস্থান করতে হয়। এরপর সুযোগ পান জাতীয় দলে। ওমানের নাগরিকত্ব নিয়ে জানতে চাইলে বিলাল জানান, তার পাসপোর্ট নেই, কিন্তু সব ধরণের সুযোগ সুবিধা পান। গালফে যা পাওয়া খুব কঠিন। হেসে দিয়ে বলেন, বিষয়টা এমন -“সব করতে পারবা কিন্তু পাসপোর্ট পাবা না।”