টানা দ্বিতীয় বছরের মতো আয় কমেছে সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের প্রবাসীদের। গত বছর দেশটি থেকে প্রবাসীরা ১২৪ দশমিক ৯ বিলিয়ন সৌদি রিয়াল নিজ নিজ দেশে পাঠিয়েছেন। এই হিসেব এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে জানানো হয়েছে। গত বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২০১১ সালের পর সর্বনিম্নে নেমেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বিদেশি কর্মীদের সংখ্যা ১৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে জীবনযাত্রার মানের উন্নয়ন, বিনোদনমূলক অনুষ্ঠান এবং দর্শনীয় স্থান বেড়ে যাওয়ায় প্রবাসীদের রেমিট্যান্স কমে যাচ্ছে। এ ছাড়া দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়াকেও প্রবাসী কমার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশালসংখ্যক প্রবাসী সৌদি আরবে কর্মরত আছেন। সম্প্রতি সৌদি আরবের সরকার ‘‘সৌদিকরণ’’ নামে পরিচিত এক কর্মসংস্থান নীতির অংশ হিসেবে নাগরিকদের কর্মসংস্থানের জোরদার প্রচেষ্টা শুরু করেছে। দেশটির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখ। তার মধ্যে কেবল বিদেশিই আছেন প্রায় ১ কোটি ৩৪ লাখ বা ৪১ দশমিক ৫ শতাংশ।