সমর্থক থেকে সফল প্রেসিডেন্ট

সমর্থক

২০১২ সালে ব্রাজিলিয়ান লীগে গ্রেমিওর বিপক্ষে সান্তা ক্রুজের হোম ম্যাচে একমাত্র সমর্থক ছিলেন সাংবাদিক তিয়াগো রেচ। ম্যাচটা সান্তা ক্রুজ হেরেছিল ৪-১ গোলে। ফলাফলটা কোনভাবেই মেনে নিতে পারেনি থিয়াগো। এক বুক বেদনা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল তাকে।

কয়েক বছর পর তিয়াগো প্রিয় ক্লাবে চাকরি নেন এবং ২০১৮ সালে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০২০ সালে সান্তা ক্রুজ প্রাদেশিক চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতে এবং নিজেদের ১০৭ বছরের ইতিহাসে প্রথমবারের একটি ব্রাজিলিয়ান কাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন