বিপিএল ছাড়ার আগে যা বললেন বাবর

বাবর
চলমান বিপিএলের বিদেশি বড় তারকা কে? জবাবে অনায়াসে পাকিস্তানের বাবর আজমের নাম বলে দেওয়া যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঠাসা সূচিতে প্রতিবারই বড় মানের তারকার সংকট থাকে। তারকার মূল যোগানটা আসে পাকিস্তান থেকে। এবারও বেশিরভাগ বিদেশি ক্রিকেটার পাকিস্তানের।

বিপিএল মাতাতে এসে এরই মধ্যে ফিরে গেছেন বাবর আজমসহ অন্য অনেক পাকিস্তানি। তবে যাওয়ার আগে ফ্রাঞ্চাইজির আস্থার প্রতিদান দিয়ে গেছেন এই পাক সেনসেশন। জাতীয় দলের খেলা থাকায় বিপিএলে যোগ দেন এক ম্যাচ পর। নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন বাবর। আর আসর ছাড়ার সময় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।

বিপিএলে ৬ ম্যাচ খেলে ২৫১ রান করেছেন বাবর। স্ট্রাইকরেট অবশ্য খুব আহামরি না। ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর। যার মধ্যে আছে দু’টি হাফ সেঞ্চুরি। পিএসএলের কারণে বোর্ডের চুক্তিতে যে সব ক্রিকেটার রয়েছেন তাদের অনাপত্তিপত্র দেওয়া হয় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশে ফেরার আগে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা জানিয়ে বার্তা দেন তিনি। বাবর বলেন, ‘রংপুর রাইডার্সে অবিশ্বাস্য সময় কাটিয়েছি। দলটি যে ভালোবাসা, সমর্থন এবং যত্ন করেছে, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। দলের সবচেয়ে বড় গুন সবাই একে অন্যের জন্য খেলে। সেই কারণেই রংপুর প্রতিযোগিতার সেরা দল হয়ে উঠতে পেরেছে। সবকিছুর জন্য কোচিং স্টাফদের কাছেও অনেক কৃতজ্ঞ।’

রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেছেন কিং বাবর। বলেন, টিমমেটদের প্রতি আমার কথা একটাই, নিজেদের ফোকাস হারিও না। আশা করছি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। আগামীতে আবার রংপুরের জন্য খেলতে মুখিয়ে আছি।’

 

পোস্টটি এখানে দেখুন।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন