তালা ভেঙ্গে প্রবাসীর মোটরসাইকেল চুরি

প্রবাসী

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বিল্ডিংয়ের তালা ভেঙে এক প্রবাসীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌরসদরের দেওয়াননগর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী ফরহাদ ৭-৮ দিন আগে দেশে ফিরে একটি লাল রংয়ের টিভিএস রাইডার নেন।  ঘটনার রাতে প্রবাসী এবং একই বিল্ডিংয়ের ভাড়াটিয়া মামুন উদ্দীনের মোটরসাইকেলসহ ২টি মোটরবাইক লক করে তালাবদ্ধ রুমে রাখা হয়। পরদিন ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন কক্ষের দরজা এবং গেইটের তালা ভাঙ্গা। পরে দেখা যায়, মোটরবাইকগুলো চুরি হয়ে গেছে। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়,  অজ্ঞাতনামা মুখ বাধা ২ চোর গেইটের তালা এবং গাড়ি ২টির লক ভেঙ্গে নিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী প্রবাসী ফরহাদ ও মামুন প্রবাস টাইমকে জানান, যে নিখুঁত উপায়ে মোটরসাইকেল চুরি হয়েছে তাতে  বোঝা যায়, তারা পেশাদার চক্র। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছেন। হাটহাজারী থানার উপ-পরিদর্শক সুমন প্রবাস টাইমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে  আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন