যে কারণে মসজিদুল হারামে খাবার ও বড় ব্যাগ বহন নিষিদ্ধ

মসজিদ

মসজিদুল হারামের অভ্যন্তরে শান্তিপূর্ণ ইবাদতের পরিবেশ গড়ার লক্ষ্যে বড় ব্যাগ ও নির্দিষ্ট কিছু খাবার বহন নিষিদ্ধ করেছে সৌদি। সম্প্রতি ওমরাহ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে মক্কার গ্র্যান্ড মসজিদ ব্যবস্থাপনা কমিটি। সংবাদমাধ্যমকে মসজিদুল হারামের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধায়ক সাইফ আল সালামি এ নিয়মের বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মসজিদুল হারামে আসা হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা জরুরি। কর্তৃপক্ষ চায়, মসজিদুল হারামের মুসল্লিরা যেন নিরাপদ ও আরামদায়কভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। এ লক্ষ্যেই বড় ব্যাগ, সামানা ও কিছু নির্দিষ্ট খাবার বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দিষ্ট খাবার বহনের বিষয়ে তিনি বলেন, মসজিদুল হারামের ভেতরে যে খাবারগুলো বহন করলে পরিবেশ নোংরা হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। আকারে বড় হওয়ার কারণে নিরাপত্তা ঝুঁকি ও জ্যাম তৈরি করে বলে বড় ট্র্যাভেল ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধারালো বস্তু, দাহ্য তরল পদার্থ, বড় ব্যাগ, ঝুড়ি, ওয়াকার ও চিলড্রেন স্টেলারও নিষিদ্ধ বস্তু হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন