এবার সৌদি আরবের উষ্ট্রারোহী টহল বাহিনীতে যোগ দিয়েছেন এক নারী সদস্য। দেশটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার অভিষেক হয়। এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের ব্যাপারে সৌদি আরবের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২২ ফেব্রুয়ারি ছিল সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিনই সেই নারী সদস্যের অভিষেক হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, নিরাপত্তা টহলের কাজে ব্যবহৃত বাহন উটের পিঠে চড়ছেন সেই নারী সদস্য। সামরিক বাহিনীর উর্দি পরা সেই নারী সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয় আয়োজিত একটি কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। তার নাম প্রকাশ করা হয়নি।
একটি ভিডিও সাক্ষাৎকারে সেই নারী বলেন, টহল বাহিনীতে প্রথম সৌদি নারী হিসেবে যোগদানের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
২০১৯ সালে নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দিয়েছিল সৌদি। দেশটিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের জন্য সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নারীদের বিষয়ে সাম্প্রতিক সময়ে সৌদিতে উল্লেখযোগ্য যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে রয়েছে—পরিবারের পুরুষ সদস্য ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতির ঘটনা। এখন সৌদি নারীরা সাইকেল র্যালিতেও অংশ নিচ্ছেন।