শেষ হয়েছে আরাভ খানের ফেজবুক লাইভ। পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার পরিবারকে ৫০ হাজার টাকা করে উপহার দিচ্ছেন তিনি। রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে শুরু হওয়া ফেজবুক লাইভে বহু মানুষ টাকা প্রাপ্তির কল পেয়েছেন। এছাড়া নতুন ঘোষণা অনুযায়ী, ১০ হাজার টাকা করে পাবেন আরও ১ হাজার ৫ শ’ মানুষ।
লাইভের শুরু থেকে উপহারের জন্য নির্বাচিত ব্যক্তিদের কল করে নিজেই প্রাপ্তির বার্তা পৌঁছে দিচ্ছেন আরাভ। এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) ফেজবুক পেইজ থেকে লাইভে এসে বড় অঙ্কের এই উপহার দেয়ার ঘোষণা দেন তিনি। এর পরপরই কমেন্ট বক্সে আগ্রহীদের মিছিল নামে। শর্তমত সবাই নাম-ঠিকানা এবং মোবাইল নাম্বার কমেন্টে লিখে দিতে থাকেন।
মাত্র ৫ দিনে আরাভ খানের সেই ভিডিওতে ৪ লাখেরও বেশি মানুষ কমেন্ট করেন। সেখান থেকেই নামগুলো রোববার সকাল থেকে লটারির বক্সে ভরা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সন্ধ্যা নামতেই লাইভে আসেন আরাভ খান। একটি করে কাগজের টুকরো উঠিয়ে ভাগ্যবান বিজয়ীদের ফোন করে চমকে দিতে থাকেন। প্রবাসী আরাভের এই উদ্যোগ নিয়ে দেশ বিদেশে এখন প্রশংসার ঝড় বইছে।