আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। গত সোমবার আবুধাবি সিটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান মাত্র ২৬ বছর বয়সী প্রবাসী মুহাম্মদ আবু সাইয়্যিদ।
মারা যাওয়ার চারদিন আগেও তিনি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসে লিখেছেন ‘দুনিয়ার সব থেকে ভয়ংকর জিনিস হচ্ছে মায়া। এটাই বাস্তব’। এর কয়েকদিন আগের দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন ‘একা থাকার কষ্টটাই আলাদা’। এমন স্ট্যাটাসে যেন জানিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে চির বিদায় নেয়ার তার আগাম বার্তা।
তার কোম্পানির মালিক সরোয়ার হোসেন জানায়, যে আশা স্বপ্ন নিয়ে আরব আমিরাতে এসেছেন সে স্বপ্নের কবর দিয়ে ২৯ এপ্রিল লাশ হয়ে দেশে যাচ্ছেন আবু সাইয়্যিদ। আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন তিনি।
বন্ধুদের সঙ্গে গভীর রাতে গাড়িতে করে আবুধাবি সিটিতে ঘুরতে বের হয় তারা। ফেরার পথে ড্রাইভার লিমিটের অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও নিশ্চিত করেছেন তার কোম্পানির মালিক সরোয়ার হোসেন। এ বিষয়ে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ইতোমধ্যে তার কোম্পানির সঙ্গে কথা বলে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নিতে ছাড়পত্র দেওয়া হয়েছে।