ইসরাইলি হামলায় বাংলাদেশি নিহত, মরদেহ আনা সম্ভব নয়

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তবে ফ্লাইট না থাকায় তার মরদেহ আনা সম্ভব হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ নিজাম উদ্দিন নামে ওই প্রবাসীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন নিজাম।

নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা জানিয়েছে, ২০০৬ সালে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধের চেয়ে লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ওই সময় সাধারণ মানুষের যা দুর্ভোগ হয়েছিল, বর্তমান অবস্থা তা ছাড়িয়ে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২ হাজার ৯৬৮ জন জানিয়েছে। একইসঙ্গে এসব হামলায় আহত হয়েছে আরও ১৩ হাজার ৩১৯ জন।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন