কুয়েত প্রবাসী আলাউদ্দিনের শেষ বিদায়

কুয়েত

মৃত কুয়েত প্রবাসী মো. আলাউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার শান্তিরহাট মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই সমিতি, কুয়েতের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনসহ সমিতির নেতারা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আলাউদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত আলাউদ্দিন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের বন্দে আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন কুয়েতের ফরওয়ানিয়া গভর্নর সিআইডি ব্রাঞ্চের অফিস সহযোগী হিসেবে কাজ করেছেন। তার ভাগিনা মাসুক বলেন, আমার মামা ছুটি শেষে নভেম্বর মাসে কুয়েত ফিরে যান। দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য কুয়েতের হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তার অবস্থার অবনতি হলে সাবা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে হার্টের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন