গাড়ির মত অ্যাপেই বুক করা যাবে বিমান!

বিমান

নির্দিষ্ট গন্তব্যে যেতে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত গাড়ির সেবা পাচ্ছেন রাইড শেয়ারিং কোম্পানির সৌজন্যে। তবে গাড়ি ছাপিয়ে এবার মিলছে ব্যক্তিগত বিমানের সেবাও। অবশ্য তা বিশ্বব্যাপী নয়, শুধু যুক্তরাষ্ট্রের মধ্যেই স্বল্প দূরত্বে। যেখানে একজন যাত্রী ঠিক একইভাবে অ্যাপের মাধ্যমে তাঁর কাছাকাছি বিমানবন্দর থেকে প্লেনে চড়ার সুবিধা পাবেন। এ ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া আসবে ১১১ ডলার; যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ২০০ টাকা।

বেসরকারি বিমান চলাচল শিল্পে যাত্রীদের এমন সেবা দিচ্ছে কিনেক্টএয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য, যাত্রীদের ব্যক্তিগত বিমান ভ্রমণের ক্ষেত্রে আকাশকে বন্ধুত্বপূর্ণ করে তোলা। কিনেক্টএয়ার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে ব্যক্তিগত বিমান ভ্রমণের লক্ষ্যেই ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ব্যক্তি নিয়মিত অন-ডিমান্ড ফ্লাইট বুক করতে পারছেন। কিন্তু চলতি ডিসেম্বর থেকে যে কেউ চাইলে খালি বিমান তথা ফিরতি ফ্লাইট বুকিং করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের বাইরে নয়। এই খালি ফ্লাইটের দরকষাকষি শুরু হবে সর্বনিম্ন ১১১ ডলার থেকে।

স্বল্প দূরত্বের এসব ফ্লাইট নিয়ে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর সাবেক পাইলট কেটি বাস বলেন, তিনি ফ্লাইট সম্পর্কে মানুষের চিন্তার পরিবর্তন ঘটাতে চান। মানুষ মনে করে এটি শুধু বিশ্বের সেরা ধনী বিল গেটস এবং ইলন মাস্কদের জন্য। তবে বেশির ভাগ মানুষের ধারণার চেয়েও কম মূল্যের এই সেবা সহজেই মানুষ বুক করতে পারবে।

আরও দেখুন

এ সংক্রান্ত আরও পড়ুন